200+Best Durgapuja Bengali Selfie Captions and Quotes for Facebook and Instagram

200+Best Durgapuja Bengali Selfie Captions and Quotes for Facebook and Instagram

Image result for durgapuja

If you find a parfect Bengali selfie caption for your selfie on Durgapuja , so here in this site you can find the best 200+ Bemgali Silfie Captions for your cute selfie .We are providing you a large collections of  sweet, funny, short and some are too romantic Captions & Quotes. In this page we help you write a perfect  Durgapuja Selfie Captions for your Facebook&Instagram posts . So Friends lets find the parfect Selfie Captions &Quotes for your Best Selfie from Durgapuja Bengali Selfie Captions.

শিশির ভেজা ভোরের বাতাস,
ঝলমলে রোদ খুশির আভাস
রাত শেষের চাঁদের আলো,
পূজো আসছে জানিয়ে দিল
হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ
দু হাত দিয়ে ডাকছে আকাশ

ভালো থাকা ভালোবাসা,
ভালোমনে কিছু আশা
বেদনার দূরে থাকা,
সুখ স্মৃতি ফিরে দেখা
বোধন থেকে বরণ ডালা,
বিজয়া মানে এগিয়ে চলা
শুভ বিজয়া

পুজোমানে আনন্দ,
পুজো মানে ঢাকের ছন্দ
পুজোমানে আলোর খেলা
আর খুশির মেলা
পুজো মানেই ঘোরাঘুরি,
নানা‌‌ রকম খাওয়া-দাওয়া,
পুজো মানেই হুল্লোড়
নতুন নতুনচাওয়া পাওয়া

পুজো শেষ ওলি গলি
মা বলে চলি চলি
ভাসানী হবে ফাটাফাটি
বিজয়া সারার হুটোপুটি
এটা মার নতুন ধারা
SMS বিজয়া সারা

Image result for durgapuja 
শিউলি ফুলের গন্ধে কেন
      ‌‌উদাস হল মন,
শুভ্র শীতল কালের ছায়ায়
      জুড়ালো দু নয়ন
আগমনীর বার্তা বয়ে
   বাজছে ঢাকে সুর,
শারদীয়ার দিন গুলো হোক
        আনন্দ মধুর

শিউলি ফুলের গন্ধে
মেতেছে সারা আকাশ
কাশফুল আর ঘাসের দোলায়
বোঝা গেল মায়ের পদধ্বনি
পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তোমাকে

কাশের বনে লাগল দোলা
        পুজো এল ওই
এক বছরের প্রতীক্ষা
         শেষ হল তাই
শারদ শুভেচ্ছা

শিউলি ফুলের গন্ধে  মাখা
   শরৎ আকাশ খানি,
কাশফুল আর ঘাসের দোলায়
     কার ওইপদধ্বনি?
শারদ শুভেচ্ছা

রোদের ঝিলিক শরৎ আকাশ
       শিউলি ফুলের গন্ধ,
মা আসছেন ঘরে আবার
      দরজা কেন বন্ধ?
পুজো এল তাইতো আবার
     বাজনা বাজায় ঢাকি,
পুজো আসতে আর নেই
       একটা দিন বাকি
মা মঙ্গলয়য়ীর আরাধনার আনন্দ উৎসবে আপনার হৃদয় খুশির প্লাবনে ভরে উঠুক আপনার জীবনে আসুক সুখ সমৃদ্ধি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা
Image result for durgapuja
ঢাকের আওয়াজ ঢাই কুড় কুড়,
শোনা যায় ওই আগমনী সুর
মায়ের এবার আসার পালা
শুরু হলো মজার খেলা
তাই নিয়ে আয় সুখী মন
জানাই আগাম অভিনন্দন

হিমের পরশ লাগে প্রাণে
   শারদীয়ার আগমনে
আগমনীর খবর পেয়ে
বনের পাখি উঠলো গেয়ে
শিশির ভেজা নতুন ভোরে
মা আসছে আলো করে

শরতের হিমেল হাওয়ায়
      মায়ের আগমনে,
সকলে যেনো থাকে ভালো
অনেক খুশি আর অনেক আলোয়,
পুজো যেনো সবার কাটে ভালো

ঢাকের তালে ধুনুচি নাচন,
এটাই প্রাচীন রীতি
মনের ফ্রেমে বাঁধিয়ে রেখো
দুর্গা পূজার স্মৃতি

ঢাকের উপর ছিল কাঠি,
আশা করি পুজো হয়েছে জমজমাটি
মায়ের ফেরার বেলায় তোমায় জানাই,
বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন

নীল আকাশের মেঘের বেলা
পদ্ম ফুলের পাপড়ি মেলা
ঢাকের তালে কাশের খেলা
আনন্দে কাটুক শারদ বেলা
শুভ দুর্গা পুজো
Image result for durgapuja
পেঁজা তুলোর মেঘের বেলা
মাঠ জুড়ে ওই কাশের খেলা
শরৎ এলো বছর ঘুরে
খুশির হাওয়া জগৎ জুড়ে
বাজলো সুর ঢাকের তালে
মা আসছে কাল সকালে

শরৎ সকাল
হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া
শিউলি ভেজা সাত সকালে
মা আসছে বছর ঘুরে!
শারদীয়ার শুভেচ্ছা

দেবীর আগমনে তোমার জীবন হয়ে উঠুক সুন্দর
দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা জানাই

পুরো একটা বছর পর
মা আসছে মোদের ঘরে,
আকাশ মেঘের ভেলায় চড়ে
মন মাঝিকে সঙ্গী করে,
পাড়ি দিচ্ছে আপন মনে
কাশ ফুলের গহন বনে

হিমের পরশ মনে জাগে
সবই যেনো নতুন লাগে,
আগমনীর খবর পেয়ে
বনের পাখি উঠলো গেয়ে,
শিশির ভেজা নতুন ভোরে
এলো পুজো সবার ঘরে
শুভ শারদীয়ার প্রীতি অভিনন্দন
Image result for durgapuja
শিউলি ফুল এর গন্ধ
সাদা মেঘের সারি আর
কাশ এর বন,
ঢাকের বাজনা জানান দিচ্ছে
মায়ের আগমন

ষষ্ঠীতে থাক নতুন ছোঁয়া
সপ্তমী হোক শিশির ধোঁয়া
অঞ্জলী দাও অষ্টমীতে
আড্ডা জমুক নবমীতে
দশমীতে হোক মিষ্টিমুখ
পুজো তোমার খুব জমুক

কাঁসর ঘণ্টা, ঢাকের বাজনা
ধুনুচির নাচ আর হরেক মজা,
আনন্দ ময়ীর আবাহনে
আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক
শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা

মা দুর্গার আগমনে
প্রতীক্ষা হলো সারা,
ভুবন জুড়ে খুশির আমেজ
ভালোবাসায় ভরা
এই পুজোতে নতুন সাজে
উঠবো আমরা সেজে,
হারিয়ে যাবো ফেলে আসা
দিন গুলোরই খোঁজে
এই পুজোতে সুদৃঢ় হোক
বন্ধুত্বের বন্ধন,
হাতে রইল অনেক শুভেচ্ছা এবং অভিন্দন
Image result for durgapuja
পুজো মানেই পুজোর কদিন সব কাজ বন্ধ,
পুজো মানেই সাত সকালে
শিউলি ফুল এর গন্ধ
পুজো মানেই সন্ধে বেলায়
ঠাকুর দেখার ভিড়,
হইচই আর উৎসবে
চারিদিক অস্থির
পুজো মানেই পাঠশালাতে
বাজলো ছুটির ঘণ্টা,
পুজো এলেই ছেলেবেলায়
পালিয়ে ফেরে মনটা

শরৎ মেঘে ভাসলো ভেলা,
কাশ ফুলেতে লাগলো দোলা
ঢাকের উপর পড়ুক কাঠি,
পুজো কাটুক ফাটাফাটি

এলো খুশির শরৎ,
একটু হিমেল হাওয়া
ঢাকের উপর কঠির আওয়াজ,
মায়ের কাছে যাওয়া
অনেক খুশি অনেক আলো,
পুজো এবারে কাটুক ভালো

দাও আমাদের অভয় মন্ত্র
অশোক মন্ত্র তব
দাও আমাদের অমৃত মন্ত্র
দাও গো জীবন নব
দুর্গা পুজোর আন্তরিক অভিনন্দন
Image result for durgapuja
শরৎ মেঘে ভাসলো ভেলা,
কাশ ফুলতে লাগলো দোলা
ঢাকের উপর পড়লো কাঠি
পুজো কাটুক ফাটাফাটি

বিসর্জনের ঢাক উঠলো বেজে
মন লাগেনা কোনো কাজে
নীল আকাশে মেঘের নিত্য আসা যাওয়া,
মা এর আশীষে পূরণ হোক
সবার চাওয়া পাওয়া

বিসর্জন মানে মা আসবে আবার ফিরে,
খুশিতে থাকুক সবাই
তোমায় ঘিরে
মনকে শুধু বোঝাই তবে
আসছে বছর আবার হবে

ঢাকের কাঠির বিদায় সুরে
উদাস হলো মন,
চললেন মা মহামায়া
আজকে বিসর্জন

উৎসবের আজ শেষ বেলা
শুরু হবে সিঁদুর খেলা
মনের মাঝে রেখে মাকে
জল ছল ছল ওই দুচোখে

আকাশ জুড়ে উড়ছে
সাদা মেঘের ভেলা
বিসর্জনের সময় হলো
ফুরিয়ে এলো খেলা
আসছে বছর পুজোর দিনে
থাকবো কোথায় কে যে জানে
যেথায় থেকো মায়ের সাথে
রেখো আমায় নিজের মনে
শুভ মহা অষ্টমী

ভালো থাকা ভালোবাসা
ভালো মনে কিছু আশা
বেদনার দূরে থাকা
সুখ স্মৃতি ফিরে দেখা,
বোধন থেকে বরণ ডালা
শুভ মহা অষ্টমী
Image result for durgapuja
We hope you can find a parfect Selfie Captions for your Selfie from Durgapuja Bengali  Selfie Captions
Thank You
Happy Durgapuja to all of you